ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা-মেঘনায় জেলেদের জরিমানা, ইলিশ ও কারেন্ট জাল জব্দ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
পদ্মা-মেঘনায় জেলেদের জরিমানা, ইলিশ ও কারেন্ট জাল জব্দ   অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে মেঘনা নদীতে তিন জেলেকে দুই মাসের কারাদণ্ড ও পদ্মা নদীতে ৪০ কেজি মা ইলিশ ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। প্রজনন মৌসুমে আইন অমান্য করে মা ইলিশ শিকার করায় এ জরিমানা করা হয়। 

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে ২২ দিনের জন্য বন্ধ হয়ে গেছে ইলিশ শিকার- যা কার্যকর থাকবে ২৮ অক্টোবর পর্যন্ত।

আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মো. সবুজ মিয়া, সেলিম মিয়া, জাহাঙ্গীর মিয়াকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট ও ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।  

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, মা ইলিশ রক্ষার্থে সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মুক্তারপুর ও চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশের চেষ্টায় তিন জেলেকে আটক করা হয় এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ৮ কেজি মা ইলিশ ও ২০ হাজার কারেন্ট জাল জব্দ করা হয়।  

লৌহজং উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মো. সেলিম হোসেন বাংলানিউজকে জানান, লৌহজং উপজেলার পদ্মা নদীতে ৪০ কেজি মা ইলিশ ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।  
তবে তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।  

এসময় অভিযানে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইদ্রিস তালুকদার‍, ক্ষেত্র অফিসার হাওলাদার মনিরুজ্জামান, মাওয়া কোস্টগার্ডের কন্টিজেন্ট অফিসার মতিউর রহমান।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।