মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে উপজেলার জিনোদপুর ইউনিয়নের নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের কড়ইবাড়ী উত্তর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বসু ঋষি পৌর এলাকার ধুলাবাড়ীর সুধন দেব ঋষির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ওই সড়কে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ ছয়জনের মধ্যে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বসু ঋষি নামে একজন যাত্রী মারা যায়।
নবীনগর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) রাজু আহমেদ নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বাংলানিউজ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
এএটি