ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নির্মাণ শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
বরিশালে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরিশাল: বরিশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাসেল খলিফা (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাগরদী আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল বরগুনার আমতলী উপজেলার লেকুয়ালী গ্রামের মোতালেব খলিফার ছেলে।

রাতে বিষয়টি নিশ্চিত করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ স্বজনদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, সাগরদী আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার একটি নির্মাণাধীন তিনতলা ভবনে শ্রমিকের কাজ করতো রাসেল।

ভবনের বাইরে দোতলায় প্লাস্টারের কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায় সে। গুরুতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

বাংলা‌দেশ সময়: ০০৫৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।