মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া মোড়ে ব্যবসায়ী সাইদুর রহমানের দোকান থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে সাতটার দিকে বাজিতেরপাড়া মোড়ে ব্যবসায়ী সাইদুর রহমানের দোকানের পেছনে গুদামে অভিযান চালানো হয়।
চালের বস্তাগুলো রাতে স্থানীয় একজনের হেফাজতে রাখা হবে। বুধবার সকালে (১০ অক্টোবর) চালের বস্তাগুলো মাদারগঞ্জ থানায় নেওয়া হবে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান ইউএনও আমিনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এএটি