বুধবার (১০ অক্টোবর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, মিয়ানমারের কুতুপপালং এলাকার মো. সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫), তার মেয়ে রশিদা বেগম (৫), জান্নাত আরা বেগম (৩) ও ছেলে মো. সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) এবং বৃদ্ধা উসুন জামানকে (৭৫) ভারতে পাচারের উদ্দেশে সাতক্ষীরার আবাদেরহাট এলাকায় নিয়ে আসে একটি চক্র।
আটক নুর বেগম জানান, দুই দালালের মাধ্যামে তারা ভারতে যাওয়ার জন্য সাতক্ষীরা সীমান্তে এসেছিলেন। তাদের কলকাতায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। তারা আবাদেরহাট এলাকায় পৌঁছুলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসআই