ঘটনার পরবর্তীতে আব্দুর রহিম মামলা ভিন্নখাতে প্রবাহিতের চেষ্টা করেছিলেন এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলেন, যখন অভিযোগটা করেছেন তিনি তো অপারেশনে ছিলেন। তার দ্বারা এটা সম্ভব ছিল না।
তিনি বলেন, আমার জীবনে আমি হয়তো অনেক ভুলত্রুটি করতে পারি। কিন্তু এই একটা মানুষ জীবনে কোন অন্যায় করেননি, মিথ্যা কথা বলেননি, অন্যায়ের পথে চলেননি। ওনার জীবনে কোন হারাম নেই। আমি স্ত্রী হিসেবে তাকে ৪০ বছর দেখে এসেছি।
তাহলে এই রায় তার বিরুদ্ধে গেলো কেন? প্রশ্নে আব্দুর রহিমের স্ত্রী বলেন, তার দোষ একটাই, তিনি বিএনপির আমলে এনএসআই’র ডিজি ছিলেন।
আমি যতোদিন বেঁচে আছি ততোদিন তার জন্য আইনের লড়াই চালিয়ে যাবো। তার বিরুদ্ধে যে রায় হয়েছে, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো, বলেন শিরিন রহিম।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
পিএম/জেডএস