বুধবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টেকেরহাট-মাদারীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকায়।
পুলিশ জানায়, কামালদী ফিলিং স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রাক পথচারী ওই বৃদ্ধকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান জানান, খবর পেয়ে ট্রাকটি আমরা আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসআই