বুধবার (১০ অক্টোবর) সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সালেপুর গ্রামের মুন্সি হেদায়েত উল্লাহর ছেলে সফি উল্লাহ (৪২) এবং তার স্ত্রী রাবেয়া (২৭ )।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর আগে সফি উল্লাহ একই গ্রামের পারভীন আক্তারকে বিয়ের করে। তার প্রথম সন্তানের জন্মের পর পারভীনকে তালাক দেন সফিউল্লাহ। এরপর মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন ইসলামপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে রাবেয়াকে বিয়ে করে বিয়ে করেন তিনি। এ সংসারে সাথী ও সাইফা নামে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। স্ত্রী রাবেয়ার সঙ্গে সফি উল্লাহর দীর্ঘদিন পারিবারিক দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে পারিবারিক দ্বন্দ্বে রাবেয়াকে জবাই করে হত্যার পর স্বামী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার সাহা বাংলানিউজকে জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনোজ।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
আরআইএস/