বুধবার (১০ অক্টোবর) দুপুর দেড়টা নাগাদ এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে নূর মাহমুদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আহতরা হলেন, নীলফামারীর জয়তুণ্ডী পুঠিহারা গ্রামের আঞ্জুমান আরা, একই জেলার জলঢাকার শিমুলবাড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মুনিরা বেগম ও টাঙ্গাইলের শান্তিনগর এলাকার সামছুল হকের মেয়ে শামীমা। আহতদের উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের শাজাহানপুর থানায় রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী ওই স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসের ৩ নারী যাত্রী আহত হন।
খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টহল দল হামলাকারীদের ধাওয়া করে একজনকে আটক করে। বাসটি উদ্ধার করে শাজাহানপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমবিএইচ/জেডএস