ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
চৌদ্দগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এয়াকুব আলী সবুজ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার নালঘর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। সবুজ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভিতরচর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও কুমিল্লার ছুফুয়া এলাকার আমির শার্ট গার্মেন্টসে চাকরি করতেন।

সবুজ চাচাতো ভাই খোরশেদ আলম জানান, সকালে সবুজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পরে উপজেলার নালঘর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন সবুজ। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমির শার্ট গার্মেন্টসের (অ্যাডমিন) ম্যানেজার একরামুল হক বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় সবুজের মৃত্যুর খবর শুনেছি। তিনি প্রতিষ্ঠানের কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।