ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রায়ে অসন্তুষ্ট নেতাকর্মী-ভুক্তভোগীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
রায়ে অসন্তুষ্ট নেতাকর্মী-ভুক্তভোগীরা রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেতা-কর্মী ও ভুক্তভোগীরা । ছবি: শাকিল

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি সরকারি দল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ভুক্তভোগীরা। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

বুধবার (১০ অক্টোবর) মামলার রায়ের পর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মী ও ভুক্তভোগীরা রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রায়ের প্রতিক্রিয়ায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা বিএনপি-জামায়াতের দলীয় সিদ্ধান্ত। বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় এ হামলা হয়েছে। কোনো একক ব্যক্তির পক্ষে এ হামলা সম্ভব নয়। এটার জন্য যদি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসি হয়, তাহলে জঙ্গি সংগঠন হিসেবে বিএনপিকেও রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গ্রেনেড হামলার শিকার আজিজুর রহমান বলেন, আমরা আশা করেছিলাম, গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ও চক্রান্তকারীদের ফাঁসির রায় হবে। কিন্ত তারেক জিয়ার ফাঁসি না হওয়ায়, আমরা হতাশ হয়েছি। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত যাবো।  

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা বলেন, তারেক জিয়ারসহ সব হামলা ও ষড়যন্ত্রকারীদের ফাঁসি হবে বলে আশা করেছিলাম। কিন্তু তা হয়নি। আমরা এ রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত যাবো।

রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার ও নারী নেত্রী রাশিদা আক্তার রোমা। রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।  

গ্রেনেড হামলায় আহত হওয়া অ্যাডভোকেট কাজী শাহানা ইয়াসমিন বলেন, আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে বলছি, আদালতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। হস্তক্ষেপ থাকলে এ রকম রায় হতো না। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবো। আমরা তারেক জিয়ার ফাঁসি চাই।

২১ আগস্ট আহত ও নিহতদের সংগঠন '২১ আগস্ট বাংলাদেশ'র সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নাজমুল বলেন, আমরা যারা ২১ আগস্টের হামলায় আহত ও নিহতদের পরিবারের সদস্য আছি, তারা আদালতের এ রায়ে সন্তুষ্ট নয়। আমরা হামলার ষড়যন্ত্রকারী ও মূলহোতা হিসেবে তারেক জিয়ার যাবজ্জীবন নয়, ফাঁসি দাবি করেছিলাম এবং এখনো করছি। আমার এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত যাবো।  

বাংলাদেস সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এইচএমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।