ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ২ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
জয়পুরহাটে ২ যুবকের মরদেহ উদ্ধার

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরিহরপুর গ্রামের একটি মাঠ থেকে এবং আক্কেলপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১০ অক্টোবর) সকালে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।  

নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা খুরশি ও আক্কেলপুরের নলডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে বেলাল হোসেন।

পুলিশ জানায়, সকালে হরিহরপুর গ্রামের একটি মাঠে কৃষকরা কাজ করতে যাওয়ার সময় খুরশিদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

অপরদিকে, আক্কেলপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে বেলাল হোসেনের ঝুলন্ত মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানের কারণে খুরশিদের মৃত্যু হয়েছে।  

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বাংলানিউজকে জানান, বেলাল নিজ ঘরে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।