ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন: মায়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন: মায়া দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: হাউকাউ করে লাভ নাই, নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচনে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপিকে ইঙ্গিত করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দুষ্ট লোকের দল, যারা রাত ১২টার পরে হাউকাউ করে, তাদের কথায় কান দেবেন না, তাদের দেখে লাভ নাই, দেখে কাজ হবে না।

নির্বাচন হবে, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন।

বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, সব ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল। মানুষ এখন দুর্যোগ সম্পর্কে সচেতন।

বাংলাদেশ ফায়ার সার্ভিস টিম আগের চেয়ে অনেক শক্তিশালী উল্লেখ করে মায়া বলেন, এক সময় মই নিয়ে কোথাও আগুন লাগলে নেভানোর কাজ করতো। এখন ২৪ তলা ভবনে আগুন লাগলেও দ্রুত আগুন নেভানো যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব শাহ কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের মহাপরিচালক আবু সৈয়দ মো. হাশিম, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রি. জে. আলী আহমেদ খান এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় দেওয়া হয়। এতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।