বুধবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বিএনপিকে ইঙ্গিত করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দুষ্ট লোকের দল, যারা রাত ১২টার পরে হাউকাউ করে, তাদের কথায় কান দেবেন না, তাদের দেখে লাভ নাই, দেখে কাজ হবে না।
বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, সব ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল। মানুষ এখন দুর্যোগ সম্পর্কে সচেতন।
বাংলাদেশ ফায়ার সার্ভিস টিম আগের চেয়ে অনেক শক্তিশালী উল্লেখ করে মায়া বলেন, এক সময় মই নিয়ে কোথাও আগুন লাগলে নেভানোর কাজ করতো। এখন ২৪ তলা ভবনে আগুন লাগলেও দ্রুত আগুন নেভানো যায়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব শাহ কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের মহাপরিচালক আবু সৈয়দ মো. হাশিম, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রি. জে. আলী আহমেদ খান এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বক্তব্য রাখেন।
আলোচনা সভার আগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় দেওয়া হয়। এতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমএফআই/এমজেএফ