ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘নাশকতা ঠেকাতে’ ধামরাইয়ে টহল আ’লীগ নেতাকর্মীদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
‘নাশকতা ঠেকাতে’ ধামরাইয়ে টহল আ’লীগ নেতাকর্মীদের

ঢাকা (সাভার): একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে ‘নাশকতা ঠেকাতে’ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান করেছেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম এ মালেক। 

তার নির্দেশে বুধবার (১০ অক্টোবর) সকাল থেকে ধামরাইয়ের থানা রোড থেকে বারবাড়িয়া পর্যন্ত মহাসড়কে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে টহলের পাশাপাশি ঢুলিভিটা, কচমচ, জয়পুরা, কালামপুর, সুতিপাড়া, শ্রীরামপুর, বাথুলিসহ বিভিন্ন পয়েন্টে লাঠিসোঠা নিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এসময় গ্রেনেড হামলা মামলার অন্যতম প্রধান আসামি তারেক রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলও করেন তারা।

পরে বিকেলে বারবাড়িয়া স্ট্যান্ডে একটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য (ঢাকা-২০ আসন) মুক্তিযোদ্ধা এম এ মালেক। তিনি রায়কে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন পরে হলেও গ্রেনেড হামলা মামলার রায় হওয়ায় আমরা অত্যন্ত খুশি। কিন্তু ঘটনার মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসির আদেশ হলে আমরা আরও বেশি খুশি হতাম।  

এসময় তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানান এবং রায়ের খুশিতে উপস্থিত নেতাকর্মীসহ স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেন।  

তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মিনা মালেক, জেলা পরিষদ সদস্য মো. খায়রুল ইসলাম, সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, গাংগুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।