বুধবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার খিরাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই গ্রামের জিতু মিয়ার ছেলে পারভেজ মোশারফ (২৫), মৃত জয়নাল আবেদীনের ছেলে ফরিদ মিয়া (৪৫), মৃত আবুল হাসেমের ছেলে আবুল কাসেম (২৭) ও আব্দুল লতিফের ছেলে রাসেল মিয়া (২৫)।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সহকারী পরিচাল চন্দন দেবনাথ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই গ্রামের নজরুল মিয়ার বসতবাড়ি সংলগ্ন জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় ৫৪ কেজি গাঁজাসহ চার মাদকবিক্রেতাকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘন্টা, অক্টোবর ১০,২০১৮
এসআরএস