বুধবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ নতুন স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি রওয়ানা হন।
এর আগে, সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।
দুপুরে জাফরাবাদে রাষ্ট্রপতির নিজ নামে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান। সেখানে সংবর্ধনা ও আবদুল কাদির মোল্লা হলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও জয়কা এলাকা পরিদর্শন করেন।
সোমবার (০৮ অক্টোবর) তিনদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান ও সার্কিট হাউজে কিশোরগঞ্জ জেলা বার, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতা, চেম্বার, সরকারি কর্মকর্তা, পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়াও জজকোর্ট প্রাঙ্গণে কিশোরগঞ্জ বারের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান ও নির্মাণাধীন জেলা কারাগার পরিদর্শনসহ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান নির্ধারণের জন্য সরেজমিনে পরিদর্শন করেন এবং সার্কিট হাউজে প্রয়াত ১৬ জন গণ্যমান্য ব্যক্তির পরিবারের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এনটি