ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৮টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
সিরাজগঞ্জে ৮টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক ৮টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে আটটি ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলিসহ গোপাল চন্দ্র সূত্রধর (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে কাদাই এলাকার ডেলপার্কের মূলফটক থেকে তাকে আটক করা হয়। গোপাল সূত্রধর বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।

বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী।

সম্মেলনে তিনি জানান, গোপাল অজ্ঞাত কোনো এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশে স্কুলব্যাগের ভেতরে অস্ত্রগুলো নিয়ে কাদাই এলাকার ডেলপার্কের সামনে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে আটটি শুটার গান ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

এসপি আরও জানান, আটক গোপাল শুটার গানের কাঠের অংশটুকো নিজেই তৈরি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি প্রায় দেড়বছর ধরে আগ্নেয়াস্ত্র তৈরি ও ক্রেতার চাহিদা অনুযায়ী সরবরাহ করে আসছিলেন। অবৈধ অস্ত্র উৎপাদন, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।  

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।