ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে ৩ জেলের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
রাজাপুরে ৩ জেলের কারাদণ্ড নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা বেগম পারুলের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

এর আগে মঙ্গলবার (৯ অক্টোবর) দিবাগত রাতে বিষখালি নদীতে মাছ শিকাররত অবস্থায় তাদের আটক করে পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড়ইয়া গ্রামের কালাম আকন (৫২), একই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রুস্তুম হাওলাদার (৪৮) ও পালট গ্রামের মাহমুদ হাওলাদারের ছেলে মেহেদী হাসান (১৮)।  

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, মঙ্গলবার রাতে বিষখালি নদীতে অভিযান চালানো হয়। এ সময় মাছ শিকাররত অবস্থায় ওই তিন জেলেকে আটক করা হয়। পরে বুধবার বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তারা দোষ স্বীকার করায় বিচার এ দণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।