বুধবার (১০ অক্টোবর) সকালে উপজেলার চর রামগাঁতী এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নুরু ওই গ্রামের মৃত জুড়ান আলীর ছেলে।
বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী এতথ্য জানান।
সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে নৌ-ডাকাত নরুকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেফতার নুরু এলাকায় নৌ-ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসআরএস