ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
ময়মনসিংহে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫ ডিবি পুলিশের হাতে গ্রেফতার বিভিন্ন মামলার আসামি। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার আসামিরা হলেন- হত্যা মামলার আসামি রনি মন্ডল (২০), মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের মূলহোতা খোকন মিয়াকে (৩৭), মাদকবিক্রেতা ফজলুল হক (৪৫), মো. জসিম (৩১) ও আলীকে (৩৫)।

বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (০৯ অক্টোবর) গফরগাঁও উপজেলায় অভিযান চালিয়ে রনি মন্ডল নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সকালে নান্দাইল রোড বাজারে বিশেষ অভিযান চালিয়ে মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের মূলহোতা খোকন মিয়াকে বিভিন্ন কোম্পানির ১৪টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহের শহরের চরকালীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ মাদকবিক্রেতা ফজলুল হক  ও মো. জসিমকে এবং সদর উপজেলার সানদিয়ায় অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ মাদকবিক্রেতা আলীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্তকর্তা।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।