বুধবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নারী যোগাযোগ কেন্দ্র আয়োজিত নারী নির্যাতন বিরোধী প্রচারণার মিনি ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, পুরুষদের মানসিকতার পরিবর্তন করতে না পারলে শুধুমাত্র আইন করে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আমরা ছেলে সন্তানের ব্যাপারে যেভাবে চিন্তা করি, মেয়ে সন্তানের ব্যাপারে সেভাবে চিন্তা করি না। ছেলেদের ন্যায় মেয়েদেরও লেখাপড়া শেখাতে হবে। তাদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। তবে আপনি উপকৃত হবেন, দেশও উপকৃত হবে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, বেসরকারি সংস্থা ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এনটি