ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
ডোমারে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নীলফামারী: নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জোড়াপাকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ছোট রাউতা গ্রামের আন্ধারু মোড় এলাকার রুবেল হোসেনের স্ত্রী নাজমা আক্তার (৩০) ও তার মেয়ে রুবিনা আকতার (৫)।

 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী ব্যাপারী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় জোড়াপাকুরিয়া এলাকায় একটি ট্রাক 
একটি রিকশাকে ধাক্কা দেয়। এসময় রিকশায় থাকা মা নাজমা আক্তার ও মেয়ে রুবিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান।  

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।