ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে শ্রমিক কলোনিতে আগুন, পুড়ে গেছে ৫ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
ধামরাইয়ে শ্রমিক কলোনিতে আগুন, পুড়ে গেছে ৫ ঘর

ঢাকা (ধামরাই): ঢাকার ধামরাইয়ে একটি শ্রমিক কলোনিতে আগুনে ৫টি টিনশেড ঘর ও ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে ধামরাই পৌর এলাকার তালতলা মহল্লার মোজাফ্ফর আলীর ভাড়া বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে পুড়ে যাওয়া বাড়িটির ভাড়াটিয়া শাহিন পুকুর সিরামিকসের কর্মকর্তা বন্দর আলীর বাসায় থাকা নগদ আড়াই লাখ টাকা পুড়ে গেছে। টাকার শোকে বন্দর আলী জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এছাড়াও ওই বাড়ির অপর ভাড়াটিয়া আলী আকবরের নগদ ১৩ হাজার টাকাসহ পাঁচটি কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাহেব আলী বাংলানিউজকে জানান, আগুনের খরর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্বাপণের কাজ শুরু করি। কিন্তু রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

সাহেব আলী আরো বলেন, প্রাথমিকভাবে বাড়িটির গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।