বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৫ হাজার ৬৪০ পাতা সেনেগ্রা ট্যাবলেট ও ৫শ’ বোতল ফেনসিডিলের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক দু’টি অভিযানে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ মাদক দ্রবের চালানটি জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের গয়ড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অজ্ঞাত চার বাংলাদেশি মোটরসাইকেলের পেছনে কার্টুন বহন করছিল। বিজিবির সন্দেহ হলে তাদের ধাওয়া করা হয়। এসময় চোরাকারবারীরা কার্টুন ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে ৩৫ হাজার ৬৪০ পাতা ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক দাম ৩৫ লাখ ৬৪ হাজার টাকা।
অপর অভিযানে যশোরের বেনাপোলে সীমান্তের শিকড়ি পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে বিজিবি সদস্যরা। এসময় বিজিবির অভিযান বুঝতে পেরে পালিয়ে যায় পাচারকারীরা।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক মাদকদ্রব্য জব্দের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এজেডএইচ/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।