বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার মান্দারী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম উপজেলা দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।
এদিকে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মান্দারী বাজারে অটোরিকশা চালক আবদুর রহিমকে রায়পুর-সোনাপুর রুটের আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। নোয়াখালী নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান খাঁন বলেন, ঘাতক বাসটি পুলিশী হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসআর/আরএ