ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
সিলেটে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ 

সিলেট: রাতের আঁধারে সিলেটের বালাগঞ্জে ৬টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।  

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আজিজপুর বাজারে পৃথক দু'টি স্থানে ও দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে পৃথক দু’টি স্থানে ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয়রা।

 

দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরুর সিরাজপুর গ্রামের বাসভবনে এবং রাত ১১টায় সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্নার সুলতানপুরস্থ গ্রামের বাড়ির ফটকের বাইরে, স্থানীয় মোরারবাজার দয়ামীর সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত সাড়ে ১০টায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।  

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনইউ/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।