ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হ্যারিকেনের তীব্রতায় ঘূর্ণিঝড় ‘তিতলি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
হ্যারিকেনের তীব্রতায় ঘূর্ণিঝড় ‘তিতলি’ বিক্ষুব্ধ সমুদ্র-ছবি-বাংলানিউজ

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট হারিকেনের তীব্রতায় ঘূর্ণিঝড় 'তিতলি'। সৃষ্ট এ ঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা, ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) দিবাগত রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।

ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৮৮০, কক্সবাজার ৮৫০, মংলা বন্দর থেকে ৭২০ এবং পায়রা বন্দর থেকে ৭৪০ কি.মি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

‘তিতলি’ আরো উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে বৃহস্পতিবার সকালে গোপালপুরের কাছ দিয়ে ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।