এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, রেডক্রিসেন্ট ও এনজিও প্রতিনিধিরা।
এসময় জেলা প্রশাসক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন নির্দেশনা ও সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘তিতলি’র মোকাবেলায় উপকূলের নিকটবর্তী এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগকালীন নিরাপত্তায় ৬৭টি মেডিকেল টিম ও অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি আশ্রয় কেন্দ্রের লোকজনের জন্য প্রয়োজনীয় খাদ্য মজুদ রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল, আন্তঃজেলা লঞ্চ সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া একটি মোবাইল কন্ট্রোল টিম গঠন করা হয়েছে। যার নম্বর- ০৩৮১-৬২২৪০ ও ০১৭৮৮৫৭৭৭০৬।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসআর/আরএ