ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে প্লাস্টিক কারখানার অফিস কক্ষে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
টঙ্গীতে প্লাস্টিক কারখানার অফিস কক্ষে আগুন

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর ফকির মার্কেট বিসিক এলাকায় ‘কিউপেইল লিমিটেড’ নামক একটি প্লাস্টিক কারখানার অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, টঙ্গীর বিসিক এলাকায় ‘কিউপেইল লিমিটেড’ প্লাস্টিক কারখানার অফিস কক্ষে আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নেভায়।

আগুনে ওই অফিসের কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে আগুনে ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না বলা জানান স্টেশন অফিসার আতিকুর রহমান।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।