ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
কুড়িগ্রামে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ, আটক ৩ ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ

কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের জিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার সময় ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে শহরের জিয়া বাজারে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিয়া বাজারের দক্ষিণ দিকে অবস্থিত মারিয়া স্টোরে পলিথিনের বস্তায় ডাল সংরক্ষণ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

একই কারণে নিরব স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করলে ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি করেন।  

এ ঘটনার জেরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পুলিশসহ অন্তত ৭ জন আহত হন। আহত দুই পুলিশ সদস্য হলেন- এসআই শরীফ ও এসআই ফজলুল হক। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বাংলানিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা সৃষ্টির অভিযোগে তি জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি সামাল দিতে ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এফইএস/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।