বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে সিংড়া উপজেলা কোর্ট মাঠ চত্বরে নিরাপদ সড়ক চাই সচেনতা সৃষ্টির লক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ সড়কে আমাদের সবারই দায়িত্ব রয়েছে।
সভায় প্রধান বক্তা নিরাপদ সড়ক চাই এর চেয়্যারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, জীবন একবার, জীবনের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের প্রতি, জনগণের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে হবে।
তিনি আরো বলেন, সিংড়ায় পলকের কারণে ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে। তাই নিরাপদে চলাচলে পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, নিসচার জেলা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ৫ শতাধিক মোটরসাইকেল চালকের মধ্যে হেলমেট বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি