ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে করাতকলে কাটা পড়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
গাজীপুরে করাতকলে কাটা পড়ে শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করাতকলে কাটা পড়ে মঞ্জু সরকার (৪৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জু ওই উপজেলার চা বাগান এলাকার মৃত ইজ্জত উল্লাহ সরকারের ছেলে।

 

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

তিনি বাংলানিউজকে জানান, ঠেঙ্গারবান্দ এলাকায় সোহরাব উদ্দিনের করাতকলে শ্রমিক হিসেবে কাজ করতেন মঞ্জু সরকার। বিকেলে কাঠ চেরাই‌য়ের সময় পায়ের নিচে থাকা কাঠ পিছলে করাতকলে কাটা পড়ে ঘটনাস্থলেই মঞ্জুর মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮ 
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।