ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় তিতলি: টেকনাফ-কুতুবদিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
ঘূর্ণিঝড় তিতলি: টেকনাফ-কুতুবদিয়ার নিম্নাঞ্চল প্লাবিত আক্রান্ত উপকূল। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে উপবকূলীয় জেলা টেকনাফের শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢোকে বেশকিছু ঘরবাড়ি প্লাবিত ও বসতঘর বিধ্বস্ত হয়েছে। কুতুবদিয়ায়  ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ, আমন ফসলি ও শীতকালীন সবজির আবাদ।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে সাগর উত্তাল ও পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটে।  

টেকনাফের স্থানীয় বাসিন্দা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের কারণে এমনিতেই সমুদ্রে সংকেত ছিল।

এরমধ্যে সারাদিন বৃষ্টি ও সাগরও বেশ উত্তাল ছিল। তাই জোয়ারের সময় পানি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ উচুতে ঢেউ আঁচড়ে পড়ে।  
তিনি বলেন, পানির উচ্চতা বেড়ে যাওয়ায় শাহপরীরদ্বীপের মাঝের পাড়া, দক্ষিণপাড়া ও জাইল্যাপাড়া এলাকার ত্রিশ-চল্লিশটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।  কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।  

ঘটনাস্থল পরিদর্শনের কধা জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বাংলানিউজকে জানান, শাহপরীর দ্বীপের শুধুমাত্র মাঝের পাড়ায় ৩৪টি বসতঘর প্লাবিত  এবং দুটি বসত ঘর বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিক ২০ কেজি করে চাল এবং কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে।

অপরদিকে কুতুবদিয়ার কৃষি অফিস সূত্রে জানা গেছে,তিতলির প্রভাবে জোয়ারের পানি ঢোকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আমন ও শীতকালীন সবজির খেত নষ্ট হয়ে গেছে।

কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিক জামিল মাহমুদ বলেন,  উপজেলার ছয় ইউনিয়নে চলতি মৌসুমে ৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। এর মধ্যে জোয়ারের পানিতে ৫০ হেক্টর জমির আমন খেত নষ্ট হয়েছে। পানিতে আরও তলিয়ে গেছে প্রায় ২৫০ হেক্টর জমির শীতকালীন শাকসবজি ও ৩০ হেক্টর জমির বীজতলা।  

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মো. শহিদুল ইসলাম জানান, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি বাতাসের তীব্রতা বাড়ার সম্ভাবনা থাকায় উপকূলের লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।