ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
ধনবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মিয়া লালু (৩৫) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে বিদ্যুতের লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।  

লাল মিয়ার বাড়ি ওই উপজেলার হাজরাবাড়ী গ্রামে।

তিনি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ধনবাড়ী সাব-জোনাল কার্যালয়ের অধীনে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন।

স্থানীয় অধিবাসী ও বিদ্যুৎ বিভাগের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদ্যুৎ লাইনে কাজ চলা অবস্থায় হঠাৎ লাইনে বিদ্যুৎ সরবারাহ শুরু হয়। এ সময় তারে জড়িয়ে লাল মিয়ার শরীরে আগুন লেগে যায়। পুরো শরীর দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।  

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ধনবাড়ী সাব জোনাল কার্যালয়ের এজিএম শাহিনুর ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের পরিবারকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মজিবর রহমান বাংলানিউজকে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির মাস্টার রোলের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।