ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় জাল টাকা সরবরাহকারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
আশুলিয়ায় জাল টাকা সরবরাহকারী আটক

ঢাকা (সাভার): আশুলিয়ায় জাল টাকা সরবরাহের সময় মো. সোহান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৬টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।  

শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার শ্রীপুর এলাকার এজিজ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
   
সোহান আশুলিয়ার দক্ষিণ গাজীরচটের খায়রুল বাশারের ছেলে।

তিনি জামগড়া এলাকার ক্লোজ সোয়াটার কারখানায় কাজ করেন বলে জানা গেছে।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, সন্ধ্যায় শ্রীপুর এলাকায় একটি দোকানে গিয়ে নাম্বার লিখে বিকাশ করার জন্য দোকানদারকে ৩৬ হাজার টাকা দেন সোহান। এ সময় টাকা গুণতে গিয়ে দোকানদারের সন্দেহ হলে তিনি বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানায়।   

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল টাকাসহ সোহানকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে ৩৬টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার হয়।  

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।   

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।