ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এএসআইয়ের বিরুদ্ধে মামলায় ফাঁসানোর অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এএসআইয়ের বিরুদ্ধে মামলায় ফাঁসানোর অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানায় টাকা নিয়ে দুই ব্যক্তিকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন এক স্বজন। 

শনিবার (১৩ অক্টোবর) মাদক মামলায় আটক দেখানো দুই ব্যক্তির স্বজন আনোয়ার হোসেন সাধু এমন অভিযোগ করেন। সাধু পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতরা হলেন- পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার আনোয়ার হোসেন সাধুর ছেলে নাদিম ও তার মেয়ের জামাই আলী আকবর।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ অক্টোবর) রাতে সদর উপজেলার পাইকপাড়া ছোট কবরস্থানের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ নাদিম ও আকবরকে গ্রেফতার করে পুলিশ।

সাধুর দাবি, শুক্রবার রাতে তার বাসায় তল্লাশি করে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুজ্জামান। তবে তল্লাশির সময় তিনি কোনো কিছু পাননি। আমার ঘরে আশা সমিতি থেকে ৩৫ হাজার তুলেছি মেয়ে জামাইকে ব্যবসা করার জন্য দেব বলে। সে টাকা নিয়ে নেয় এএসআই শামসুজ্জামান। টাকা চাওয়াতে ছেলে নাদিম ও মেয়ের জামাই আকবরকে তুলে নিয়ে আসে শামসুজ্জামান। পরে তাদের ৪০ পিস ইয়াবা দিয়ে মাদক মামলা দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন আল আজাদ বলেন, ৪০ পিস ইয়াবার একটি মাদক মামলা আমি পেয়েছি। শুক্রবার রাতে এএসআই শামসুজ্জামান দিয়েছে মামলাটি। মামলাটি তদন্ত দেখা হচ্ছে। তবে টাকা-পয়সা নেওয়ার বিষয়টি আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।