শনিবার (১৩ অক্টোবর) বিকেলে রাজাপুরের পূর্ব ইন্দ্রপাশা গ্রামে এ ঘটনা ঘটে। তারা উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।
স্বজনরা জানায়, বিকেলে বাড়ির লোকজনের অগচরে নানা প্রবাসী সেলিম খানের বাড়ির পুকুরে ছোট বোন তায়েবা হাত ধুতে গিয়ে পা পিছলে সিঁড়ি থেকে পানিতে পড়ে যায়। এ সময় বড় বোন নাদিয়া তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়।
পরে অনেক খোঁজাখুজির পুকুরে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক আবুল খায়ের রাসেল তাদের মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শামসুল আরেফিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এমএস/আরবি/