ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে ৪টি তাজা হাতবোমা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
শ্যামনগরে ৪টি তাজা হাতবোমা জব্দ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে একটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারপর ঘটনাস্থল থেকে আরও চারটি তাজা হাতবোমা জব্দ করেছে পুলিশ। 

শনিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার থেকে এ হাতবোমা জব্দ করা হয়।  

স্থানীয়রা জানান, রাতে বাজার জনশূন্য হয়ে পড়লে হঠাৎ বিকট আওয়াজে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

এলাকাবাসী একত্র হয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা চারটি তাজা হাতবোমা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সে চারটি হাতবোমা জব্দ করে।  

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য স ম জগলুল হায়দার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, পুলিশ পরিদর্শক আনিছুর রহমান মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

ওসি ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, যত দ্রুত সম্ভব দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।