ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ২১ আগস্টের রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা। 

রোববার (১৪ অক্টোবর) সকাল ১১টায় শহরের বাপ্পী স্মরণী এলাকায় মহানগর যুবদল ও সিদ্ধিরগঞ্জের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা পৃথক দু’টি বিক্ষোভ মিছিল করে।  

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নির্দেশে এ বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।