ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে যাত্রীবাহী টমটমের গরম পানিতে দগ্ধ ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
মুন্সীগঞ্জে যাত্রীবাহী টমটমের গরম পানিতে দগ্ধ ৫ দগ্ধরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: মুন্সীগঞ্জে যাত্রীবাহী টমটম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে টমটমের ইঞ্জিনের ভেতরে থাকা গরম পানিতে চালকসহ ৫ যাত্রীর শরীর ঝলসে গেছে। তাদের ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) দুপুর দেড়টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- চালক রমজান মোল্লা (৩২) মো. আলম (১৭) তোফায়েল আহমেদ বাবু (১৬) সিরাজুল ইসলাম মোল্লা (৪৫) ও শিশু ফারহান উদয় (৮) 

টমটমের যাত্রী দগ্ধ শিশু উদয়ের বাবা ফরিদ খান জানান, টমটমের সব যাত্রী লৌহজং উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা।

মাওয়া এলাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে আটিগাঁও এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীভর্তি টমটমটি খাদে পড়ে যায়।  

এতে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে ৫ যাত্রী টমটমের ইঞ্জিনের ভেতরে থাকা গরম পানিতে ঝলসে যায়। পরে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
দগ্ধ চালক রমজানের দাবি মাওয়াগামী একটি বাসের চাপের কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি খাদে পড়ে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আলমের শরীরের ২৫ ভাগ, বাবুর ১৬, রমজানের ৩০, শিশু উদয়ের ১০ ও সিরাজের পিঠের কিছু অংশ ঝলসে গেছে। তবে সিরাজের হাতে ফ্যাকচার ধরা পড়েছে। তারা সবাই হাসপাতালে  চিকিৎসাধীন।
 
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮ 
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।