ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের তেলের ট্যাংক থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
ট্রাকের তেলের ট্যাংক থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজার: টেকনাফ সদরে অভিযান চালিয়ে ট্রাকের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৪ হাজার ৭৫ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মুসা (১৯) নামে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। 

রোববার (১৪ অক্টোবর) বিকেলে সদরের পুরান ট্রান্সপোর্ট রোড এলাকায় এ অভিযান চালানো হয়।  

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল টেকনাফ বাসস্ট্যান্ডে অভিযান চালায়।

এ সময় সেখানে পার্কিং করা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকটির তেলের ট্যাংকের ভেতর থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।  

এ ঘটনায় এক মাদকবিক্রেতা আটকসহ ট্রাকটিও জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।