ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌহালীতে ইলিশ নিধনে ১১ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
চৌহালীতে ইলিশ নিধনে ১১ জেলের কারাদণ্ড সাজাপ্রাপ্ত জেলেরা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে মা ইলিশ নিধনের দায়ে ১১ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তাৎক্ষণিক সাজাপ্রাপ্ত জেলেদের নাম পরিচয় জানা যায়নি।

আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে প্রতিদিনের মতো রোববার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত যমুনা নদীর উমারপুর ও বাঘুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই ১১ জেলেকে ১৬টি কারেন্ট জাল (১৫ হাজার মিটার) ও ১০ কেজি ইলিশ মাছসহ আটক করা হয়।

পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জব্দ মাছ স্থানীয় গরিব-দুঃখীদের মাঝে বিতরণ ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।  

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।