ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে বাসের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
চিরিরবন্দরে বাসের ধাক্কায় নিহত ১

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় পুলক চন্দ্র দাস মানিক (৩০) নামে একজন নিহত হয়েছেন। 

রোববার (১৪ অক্টোবর) দিনগত রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর দেবীগঞ্জ বাজারের ক্যানেলের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পুলক পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চৌমহনী এলাকার বুকুল চন্দ্র দাসের ছেলে।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জি.এম শামসুর নুর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

ওসি জানান, পুলক সাইকেলযোগে নিজ বাড়ি যাওয়ার পথে দেবীগঞ্জ বাজারের ক্যানেলের ব্রিজের সামনে রংপুরগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে সাইট দিতে গেলে পুলককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।