ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব‌রিশা‌লে ২ দিনব্যা‌পী মৃৎশিল্পী সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
ব‌রিশা‌লে ২ দিনব্যা‌পী মৃৎশিল্পী সম্মেলন মেলার উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: মৃৎশিল্প মেলা ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দু’দিনব্যাপী ১০ম মৃৎশিল্পী সম্মেলন শুরু হয়েছে ।

সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় ও মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার আয়োজনে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।   এ সময় মেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু।

 

চারুকলা বরিশালের সাবেক সভাপতি দীপংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সামিট বরিশালের এজিএম আলী আহসান,  চিত্রশিল্পী ও গবেষক ড. কাজী মোজাম্মেল হোসেন, সনাক বরিশালের সহ-সভাপতি শাহ সাজেদা, মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠা‌নের আহ্বায়ক সুশান্ত ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মৃৎশিল্প আমাদের পূর্ব ঐতিহ্য। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে এটি হারিয়ে যেতে বসেছে। তাই মৃৎশিল্পের প্রসার ও ঐতিহ্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে । পাশাপাশি মৃৎশিল্পীদের নিয়ে এই আয়োজনে আয়োজককারীদের ধন্যবাদ জানায় বক্তারা।

মেলায় বরিশাল, রাজশাহী, বাউফল, টাঙ্গাইলসহ বিভিন্ন মৃৎশিল্পী এলাকার মৃৎসামগ্রী প্রদর্শিত হয়। এছাড়াও মৃৎশিল্প বিষয়ক আলোকচিত্র ‘পাললিক ও মৃৎশিল্পীদের কর্ম-জীবন’ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বিকেলে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

মঙ্গলবার (১৬ অক্টোবর) ১০ম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।   এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, শিল্পী রফিকুন নবী, শিল্পী আবুল বারক আলভী প্রমুখ।

এদিকে সমাপনী দিনে মৃৎশিল্পীদের সম্মাননা দেওয়া হবে।  

বাংলা‌দেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অ‌ক্টোবর ১৫, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।