ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে ২৪ জনকে কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে ২৪ জনকে কারাদণ্ড

রাজশাহী: রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজে স্নাতক (পাস) ইংরেজি বিষয়ের পরীক্ষায় প্রক্সি দেওয়ার মামলায় ২৪ জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ রায় দেওয়া হয়েছে। আদালতের বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এ সময় অভিযুক্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।  

দণ্ডিতরা হলেন- সাকির হোসেন, মোস্তাফিজুর রহমান রনি, মিঠু রহমান, কাউছার হোসেন, আব্দুস সালাম, আরিফুল ইসলাম, মোত্তালেব হোসেন, রুবেল আলী, আমিনুল ইসলাম, আল আমিন, ইমরান আলী, জান্নাতুল ফেরদৌস অনন্যা, বেলাল হোসেন, ফিরোজ আহমেদ, বুলবুল ইসলাম, ফারুক হোসেন, হোসেন আলী, মতিউর রহমান, সুমন রানা, সোহেল রানা, ফিরোজুল ইসলাম, ইলিয়াস সরদার, মতিউর রহমান, ও বৃষ্টি রানী।  

এর আগে ২০১৭ সালের ১৮ জুলাই রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজে স্নাতক (পাস) ইংরেজি বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার অপরাধে ২৪ জনকে আটক করা হয়। পরে এই ঘটনায় কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব মো. মকবুল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মোহনপুর থানায় পাবলিক পরীক্ষা আইনে মামলা দায়ের করেন। পরে তারা আদালতে ভুয়া পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। পরে সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সোমবার এ রায় দেন।  

রষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি শামসুদ্দিন আহমেদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমজাদ হোসেন ও আকতারুল আলম বাবু।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।