ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বনশ্রীতে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ কবর থেকে উত্তোলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
বনশ্রীতে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ কবর থেকে উত্তোলন

ঢাকা: রাজধানীর খিলগাঁও বনশ্রীতে নিহত স্বামী সাদমান সাকিব (২২) ও তার স্ত্রী তাফসিয়া জাহান নীলের (২০) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মামলার তদন্তের স্বার্থে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে সোমবার (১৫ অক্টোবর) বিকেলে মরদেহ দুটি পৃথক দুই কবরস্থান থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, গত জুলাই মাসে খিলগাঁও বনশ্রীতে স্বামী সাদমান সাকিব ও তার স্ত্রী তাফসিয়া জাহান নীলসহ আরো তিনজন একত্রে মদ্যপান করেন।

পরে স্বামী ও স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের পৃথক দুইটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী মারা যান। পরে তাদের পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি না জানিয়ে শাহাজানপুরে সাকিবকে (২২ জুলাই) ও নীলকে (২১ জুলাই) রায়বাজার বুদ্ধিজীবী কবর স্থানে দাফন করে।  

এ ঘটনায় নিহতদের পরিবার থেকে আদালতে মামলা করেন। ওই মামলার তদন্তের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ দুইটি উত্তোলন করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।