ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর শনিরআখড়া ব্রিজের ঢালে মোটরসাইকেল ধাক্কায় রাশেদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায়।

মৃত নারীর ভাগ্নে সাজেদুল ইসলাম জানায়, তারা সূত্রাপুর কেএম দাস লেন নিজেদের বাসায় থাকেন। সন্ধ্যায় শনিরআখড়া ব্রিজের ঢালে রাস্তা পারাপার হচ্ছিলেন রাশেদা। তখন একটি দ্রুত গতির মোটরসাইকেল রাশেদা বেগমকে ধাক্কা দিয় পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।