ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
বেনাপোলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা বাম পাশে আহসান, তার বাড়িতে চলছে শোকের মাতম। ছবি: বাংলানিউজ

যশোর (বেনাপোল): যশোরের বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামে আহসান (৪২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আহসান ওই গ্রামের বাসিন্দা।

মৃত আহসানের বড় ভাই ইসমাইল খান বাংলানিউজকে জানান, রাতে তার ছোট ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। পথে একটি দোকান থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আক্তার ও তার বন্ধুরা। এ সময় আহসান বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে স্থানীয়দের দাবি, বুনো আক্তার ও তার সহযোগীদের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ।  

বেনাপোল পোর্টথানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এএসআই শাহিন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।