ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে মাদকবিক্রেতাদের গোলাগুলিতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
যশোরে মাদকবিক্রেতাদের গোলাগুলিতে নিহত ১

যশোর: যশোর সদর উপজেলার মণ্ডলগাতি এলাকায় দু’দল মাদকবিক্রেতার মধ্যে কথিত ‌গোলাগুলিতে জাহিদ হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ যশোর শহরের শংকরপুরের হান্নান শেখের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ভোরে দুই দল মাদকবিক্রেতার মধ্যে গোলাগুলির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জাহিদ হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। একইস্থান থেকে দু’কেজি গাঁজা ও ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

ওসির ধারণা, মাদকবিক্রেতাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সৃষ্ট গোলাগুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।