ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বক্তব্য রাখছেনর‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ। ছবি-বাংলানিউজ

বাগেরহাট শিকদার বাড়ি পূজা মণ্ডপ থেকে: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, দেশে কোনো সংখ্যালঘু নেই। সংখ্যা লঘু হচ্ছে জঙ্গি ও সন্ত্রাসীরা। আমার দেশ কখনও সাম্প্রদায়িক বিভাজনে বিশ্বাস করে না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। 

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে প্রতিনিয়ত পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

২০০৯ সালে দেশে পূজা মণ্ডপের সংখ্যা ছিল নয়-১০ হাজার। বর্তমানে ৩১ হাজারের মতো। এ থেকেই বোঝা যায় আমাদের দেশ সবার দেশ।

এসময় বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পূজার মূল আয়োজক লিটন শিকদার, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন উপস্থিত ছিলেন।

২০১০ সাল থেকে শিকদার বাড়িতে ব্যক্তি উদ্যোগে দেশের বৃহত্তম দুর্গাপূজা মণ্ডপ করা হয়। লিটন শিকদার নামে এক ব্যবসায়ী এ আয়োজন করে আসছেন। দিনদিন সেখানে প্রতিমার সংখ্যা বেড়েই চলেছে। ২০১৬ সালে প্রতিমার সংখ্যা ছিল ৬০১টি। গত বছর ছিল ৬৫১টি। আর এবার এ মণ্ডপে ৭০১টি প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিমার সংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর সবচেয়ে বড় পূজামণ্ডপ বলে দাবি করেন পূজার আয়োজক ডা. দুলাল শিকদার, তার ছেলে লিটন শিকদার এবং বাগেরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।